pitboy Blog Banner

pitboy

Train to Busan - Movie Review 1 (কোরিয়ান মুভি রিভিউ)

Heropage-980x560_62.jpg

আমি সাধারণত হরর জনরার ফিল্ম তেমন একটা দেখিনা। এইটাও দেখতাম না। ছোট ছোট কাজিনদের অনুরোধে মুভিটা ডাউনলোড করা এবং দেখাও। আমি কখনো ভাবিনি মুভিটা এত বেশি ভাল্লাগবে। যাই হোক, মুভি সম্পর্কে আসি।

জম্বির রহস্যভেদ নিয়ে মুভিটা। আবেগ, ভালোবাসা দিয়ে মোড়ানো পুরো মুভিটা। আমি জম্বি নিয়ে আরো কয়েকটা মুভি দেখেছি যার মধ্যে এটা নিঃসন্দেহে সেরা।

সিওক- উ এর সাথে তার বৌয়ের বিচ্ছেদ ঘটে তাই তার বৌ বাপের বাড়িতেই থাকে (বুসানে)। সিওক- উ আর তার ছোট মেয়ে থাকে সিউলে।

তো মেয়ের এক জন্মদিনে মেয়েটি মায়ের কাছে মানে বুসানে যেতে চায়। বাবাও মেয়ের আবদার ফেলতে পারলো না। তারা পরদিন বুসানের ট্রেনে করে রওয়ানা হয়। এদিকে ট্রেনে উঠে পড়ে জম্বি সংক্রমিত এক মহিলা। ওই মহিলা যাকে কামড় দেয়

সেও জম্বি সংক্রমিত হয়ে পড়ে........... এদের ভিতর থেকে কে বুসান পর্যন্ত যেতে পারবে আর কে পারবে না এই নিয়ে টানটান এক উত্তেজনা নিয়ে 'ট্রেন টু বুসান' মুভিটা।
মুভিটা দেখার পর আপনি বুঝবেন আমার বর্ননা টা ছিল অত্যন্ত সাদামাটা।

অভিনয় নিয়ে বলতে গেলে বাবা- মেয়ের অভিনয়টা মন ছুঁয়ে যায়। অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টার গুলাও দারুন কাজ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষকে জম্বি হিসেবে ব্যাবহার করায় বেশি বাস্তবিক লেগেছে আর অন্যান্য জম্বি মুভিগুলা থেকে এটাকে আলাদা করে তুলেছে। এককথায় অসাধারণ একটা মুভি...

শেষ একটা কথা বলবো, মুভিটা মাস্ট ওয়াচ বলবো না। তবে এক সেকেন্ডের জন্যও বিরক্ত হবেন না। বরং কি হবে!! কি হবে!! এরকম একটা টানটান উত্তেজনায় থাকবেন।

Upvote & Follow @pitboy

Photo Courtesy - Google


Return from Train to Busan - Movie Review 1 (কোরিয়ান মুভি রিভিউ) to pitboy's Web3 Blog

Train to Busan - Movie Review 1 (কোরিয়ান মুভি রিভিউ) was published on and last updated on 30 Oct 2017.